বইঃ কাঠপেন্সিল লেখকঃ হুমায়ূন আহমেদ মূল্যঃ ১৯১৳ প্রকাশকালঃ ২০০৯ নভেম্বর প্রকাশনী ঃ অন্যপ্রকাশ ধরণঃ আত্মজীবনী /স্মৃতিচারণ আমারকথাঃ বলপয়েন্ট এর পরের পর্ব এই কাঠপেন্সিল। ২০টা ছোট ছোট পর্ব আছে। তার জীবনের হাসি-কান্নার গল্প এইখানে, এটা কাঠপেন্সিল নাম দেবার কারণ, এই কথাগুলো কেউ ইরেজার দিয়ে মুছে ফেলতে চাইলে মুছে ফেলা যাবে। সাহিত্যের কোন ক্ষতি হবে না । দুই বছরের ছোট্ট নিষাদের টুকরো টুকরো দুষ্টুমির কথা বলেছেন, বলেছেন ছেলের অদ্ভুত আবদারের কথা,যেমন বই ছিঁড়ে ফেলা। যদিও এটা খুব কষ্ট দিয়েছে বই ছিঁড়ে ফেলাটা। রান্নাবান্না পর্বে নিজের বইয়ে খাবারের রেসিপি দেবার গল্প বলেছেন, আর বলেছেন, সেই রেসিপি রান্না করতে গিয়ে পাঠক গোষ্ঠী ব্যাপক ধরা খান। লেখক একটা অদ্ভুত কথা বলেছেন, আমাদের মুখের স্বাদ প্রধানত পাঁচ রকম ঝাল-মিস্টি-লবন-তিক্ত-টক। পঞ্চ-ইন্দ্রিয়ের মত পাঁচ টা স্বাদ। আর শেষমেশ আরো একটা স্বাদ আছে umami. ঠিক এই পাঁচ রকম স্বাদ কেন? অদ্ভুত ব্যাখ্যা , জানার জন্য বইটা পড়তেই হবে। বিয়ে-শাদীর প্রোগ্রামে “প্রীতি-উপহার” নামক উপহারের বেশ দারুন অভিজ্ঞতা শেয়ার করেছেন। বলেছেন পালকি তে বয়ে আনা এক অদ্ভুত হলুদের নিমন্ত্রণ পেয়েছিলেন। শুধু এগুলোই নয় অনেক টুকরো টুকরো ইতিহাসের কথা লেখক বলেছেন।অদ্ভুত সব নিয়ম-কানুনের কথা। আড্ডা নিয়ে বলেছেন তার জীবনের মজার স্মৃতি। আড্ডায় আছে অতিথি পাখি, স্থায়ী পাখি এরকম মেম্বার। আড্ডা সঙ্ঘের নাম “বৃদ্ধ বোকা সঙ্ঘ”। এই আড্ডায় কি কি হত, কি হত না জানতে বইটা পড়তেই হবে। এই আড্ডা হত “দখিন হাওয়া” তে। আজ কোথায় সেই আড্ডাগুলো কোথায় আড্ডা দেয়ার সব মানুষেরা? বইটতে অনেক স্মৃতি আছে, বেশ কঠিন কঠিন কথা দিয়ে লেখা। তার কত ভক্ত, শুভানুধ্যায়ী যারা নিজের কিডনি দিতে চেয়েছিলো, আবার হিমু সেজে ভক্ত সেজে ভং ধরা মানুষেরা কম না। হিমুর মত সবাই ভাবেনা। লেখক এটা কে সহজিয়া ধারার লেখা বলেছেন, কিন্তু এটা আমার কাছে বেশ কঠিন বাস্তবতার বই মনে হয়েছে। প্রায় ২০ টা পরিচ্ছদ, লেখা সম্ভব না সব নিয়ে। তাই কয়েকটা দিলাম। বইটা ভাল লাগবে, বইটা কেবল লেখক নিজের না, অন্য অনেকের জীবনের খুঁটিনাটি নিয়েও জানতে পারবেন, যেমন মানিক বন্দ্যোপাধ্যায় । ভাল লাগবে, অনেক কিছুই জানতে পারবেন। ব্যক্তি হুমায়ুন আহমেদ কে চিনতে পারবেন, যদিও তার লেখা পড়ে তাকে জানতে পারি, তবু আত্মজীবনী মানেই আলাদা কিছু। আলাদাভাবে জানা। আলাদা অনুভূতি।
No comments:
Post a Comment