
বল্টুভাই আমেরিকার ইউনিভার্সিটি প্রফেসরশিপ ছেড়ে বাংলাদেশে চলে এসেছে |মাজেদা খালা হিমুকে কিছু জিনিস নিয়ে বল্টুভাইয়ের কাছে পাঠিয়েছেন |সেখানে হিমু এবং বল্টু স্যারের পরিচয় হয় |সেখানে বল্টুভাই হিমু কে একটা শব্দ দেয় বাংলা অভিধানে যুক্ত করার জন্য |শব্দ টি হলো ফুতুরি |হিমু তখন বাংলা একাডেমির ডিজির কাছে শব্দটি নিয়ে যায়|সেখান থেকে বের হয়ে হিমু পীরবাচ্ছা বাবার মাজারে যায় |সেখানে খাদেম তাকে বলে তার পা টিপে দিতে তখন হিমু দেখলো হুজুরের দুইটা পা নাই |খাদেমের দুইটা পা এক্সিডেন্ট এরপরে কেটে ফেলতে হয় |হিমু তারপর থেকে ওই মাজারে কাজকরা শুরু করে |ওখানেই রাতের বেলা ঘুমায়|হিমু একদিন মাজেদা খালার বাসায় গেল |সেখানে মাজেদা খালা ও খালু ঝগড়া করতে ছিল |সোফায় একটি মেয়ে বসে ছিল মেয়েটির নাম তুতুরি |খালু এই মেয়েটিকে পেত্নী ডাকেছেন|তাই মেয়েটিও কাদার চেস্টা করতেছে |মাজেদা খালা খালুর উপর রাগ করে বাড়ি ছেড়ে খালি পায়ে বের হয়ে যায় তখন রাস্তায় খালার পায়ে মানুষের গু লেগে যায় |তাই খালা এপার্টমেন্টে ফিরে যায় পা ধুইতে |তুতুরি মনে মনে ভাবতেছিলো তার একটা খারাপ স্যারকে সে বিষ দিয়ে মারবে|সেই কথা টা হিমু কে বলতে গেল কিন্তু হিমু বললআমি জানি আপনি কেন স্যারকে মারতে চান |তুতুরি বলল আপনি কেমন করে জানেন আমিতো আপনাকে বলি নাই ?হিমু বলল আমি মানুষের মনের কথা বুঝতে পারি |হিমু তার পর বল্টু স্যারের বাসায় গেল| মাজেদা খালা বলেছে বল্টুস্যার নাকি দুই ভাই বড় ভাইয়ের নাম নাট |হিমু দুই ভাইয়ের নাম মিলিয়ে নাট বল্টু দুই ভাই বানিয়েছে |বল্টু হিমুকে বলল আজকে নাকি সে খারাপ স্বপ্ন দেখেছি |আমি আজকে ঘুমের মধ্যে ইলকট্রন অবস্থায় ছিলাম |বল্টু স্যার এখন একটা বই লিখবে নাম বাংলার ভুত |হিমু ওখান থেকে মাজারের খাদেমের কাছে গেল |হিমু ওখানে যেয়ে হুজুরের পা টিপে দিল তারপর মাজারঝাড়ু দিয়ে দিল ,হুজুরকে সিগেরেট আর চা খাওয়াইলো |কিছু ক্ষন পর দেখা গেল বল্টুস্যার আসলেন |আমি তাকে বসতে দিয়ে বললাম আপনি এখানে যে|স্যার বলল তুমি চলে আসার পর আমি ঘুমাইছিলাম তখন আবার ইলেকট্রন হয়ে উল্টো দিকে ঘুরছিলাম|বল্টু ভাই হুজুরের সাথে ইফতারি করে ঘুমাই পড়লো |তার জন্য একটা মশারি এনে দিলাম সে মশারির ভিতর ঘুমাইলো |পরের দিন খালু মাজারে আসলেন |বল্টুস্যার আর খালু গল্প করছে |হুজুর তাদের গল্প শুনতেছে|পরের দিন তুতিরির সেই খারাপ স্যার টা আসছে |সে এসে তুতুরিকে খুজতেছে |হিমু তার সাথে কথা বলতে বলতে তাকে রেলিং এর কাছে নিয়ে আসে |তারপর জাহির স্যার রেলিংয়ে হাত দেয় পরে তার হাত আর ওঠাতে পারে না| এই নিয়ে মাজারের আসেপাশে লোক জড় হয়েছে |কয়েকটা ক্যামেরাম্যানও আসছে জাহিদ স্যারের ছবি তোলার জন্য....
thanx dude :)
ReplyDeleteyour mediafire link's start download automatic,
i just put http://www.mediafire.com/?njaaj6ace43v24u and idm start downloading, how did u do that?? is that premium account??
# why you use tk domain. blogspot is batter than any others.