Holud Himu Kalo Rab by Humayun Ahmed (হলুদ হিমু কালো র‌্যাব হুমায়ূন আহমেদ) - Free Bangla Books Download Now

Thursday, March 17, 2011

Holud Himu Kalo Rab by Humayun Ahmed (হলুদ হিমু কালো র‌্যাব হুমায়ূন আহমেদ)


Halud Himu Kalo Rab by Humayun Ahmed
Holud Himu Kalo Rab is one of the book of Humu series which is writing Humayun Ahmed. Humayun Ahmed’s Himu is a great character of Bangla Literature. Humayun Ahmed written another

হিমুর ব্যবহার খুবই সহজ-সরল| এক হিসেবে বোকা| এই হিমু কোনো কাজ করে না| উজবুকের মতো ঘোরে| নিজেকে সে বড় মনে করে| এই বই তে এসবই প্রতিফলিত হইসে| সে এখানেও তার দূর্বলতা প্রকাশ করসে| এখানে তার প্রতিকূল পরিবেশেও র্যাবের সাথে ব্যবহার দেখে আমাকে হতবাক করসে| বিশেষ করে নিজের প্রতি কাজেই সে র্যাবের শরণাপন্ন হইসে| র্যাব তাকে পাগল মনে করেই খারাপ কোনো কাজ করে নি| এই বইতে আমরা আরো দেখতে পাই, সমাজের সমস্যাগুলো| কীভাবে প্রতারক হিমুর খালুকে বোকা করে সব জব্দ করসে, তা আমরা দেখতে পাই| এমনকি হিমুর সাথে বিবাহের পাত্রীও মাদক ব্যবসার সাথে জড়িত| লেখক এসব সামাজিক সমস্যা গুলো সুন্দরভাবে তুলে ধরে এর বিরুদ্ধে হিমুর মাধ্যমে নীরব প্রতিবাদ করসেন| এখানে আমরা হিমুর শান্ত দিকও দেখতে পাই| নিজের হবু স্ত্রীকে জেলে দেখার পর সে ভেঙে পড়ে নি| নিজেকে সান্তনা দিসে| এখানে আমরা দেখতে পাই, হিমু সম্মানিত ব্যক্তিও| বিশেষ করে, কথিত পীর কথাতে কথাতে হিমুর জন্য নিজেকে শেষ করার কথা বলে, যা খুবই মজার| হিমু উজবুক হলেও সবাই তাকে বিশ্বাস করে| ফলে সে এক কাজে দুই পক্ষের কাজ করসে|এখানে আরো এক ব্যাপার হলো র্যাব| সব মিলে বইখানা ভালো এবং দীর্ঘদিন পড়ার মতো|

No comments:

Post a Comment