Himu Rimandey by Humayun Ahmed In the year 1998, Humayun Ahmed wrote this book. Himu Rimande is the another great Book of Himu Series written by Great Humayun Ahmed. You may download and read this book from here. But don’t use this book any business purposes. It is the carry on a copyright law. Share your knowledge but no business. Download Humayun Ahmed Book Himu Rimandey just click bellow.
বইয়ের নাম- হিমু রিমান্ডে জনরা-উপন্যাস ঔপন্যাসিক - হুমায়ুন আহমেদ পৃষ্ঠা-৮৮ মূল্য-২০০ প্রকাশনী-অন্য প্রকাশনী দুপুরে হেভি খাওয়াদাওয়া হলো। খালু সাহেব অফিসে যান নি। সবাই মিলে একসঙ্গে খাওয়া। শুনলাম কয়েকদিন ধরেই তিনি অফিসে যাচ্ছেন না। তাঁর যে শরীর খারাপ তাও না। তবে চোখে ভরসা হারানো দৃষ্টি। হড়বড় করে অকারণে কথা বলে যাচ্ছেন। পৃথিবীর সবচে’স্বদু খাবার কী- এই বিষয়ে দীর্ঘ বক্তৃতা দিলেন। তাঁর মতে হরিয়াল পাখির মাংস পৃথিবীর সবচে’স্বাদু খাবার। কারণ এই পাখি বটফল খায়, মাছ খায় না। হরিয়াল পাখি কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিও দিলেন। সব পাখির মাংসে রসুন বেশি নাগে, হরিয়ালের ক্ষেত্রে লাগে না। কারণ এই পাখির শরীরেই রসুনটাইপ গন্ধ। নার্ভাস মানুষরা নার্ভাসনেস কাটাতে অকারণে কথা বলে। খালু সাহেব কোনো কারণে নার্ভাস। ঘটনা কিছু একটা অবশ্যই আছে, তা যাথাসময়ে জানা যাবে। হিমুর খালু নার্ভাসনেস পরে কাটানো যাবে। আগে পাঠক হিসেব আমি আমার কথা বলি। নাম তো দেখেছেন, হিমুকে রিমান্ডে নেওয়া হয়েছে। বলার ভাষায় যতোটা হম্বিতম্বি ভাব। কাজে তেমনটা নয়। তাছাড়া রিমান্ডে যাওয়া আসামীদের অন্যায় থাকে গুরতর। হিমু এরকম কিছু করতে পারবে বলে মনে হয় না। আর না করার মাঝেও আছে ইতিহাস। যদি কিছু নাই করলো হিমু কেন রিমান্ডে গেলো! আচ্ছা জানা যাবে এটা পরে। কিন্তু কথা হলো, হিমুকে যেভাবে বসিয়ে রাখা হয়ছে, তাকে আবার সিরিয়াস পর্যারে আসমী মনে হচ্ছে না। আবার প্রশ্নকর্তার প্রশ্নের ধরন দেখে হাস্যকর মনে হচ্ছে। যিনি প্রশ্ন করছেন তিনি হলেন ইনস্পেক্টর কবির। হিমু যখন জানলো তার নাম কবির। সে তখন তাকে কবির ভাই ডাকা শুরু করলো। লোকটি কিছুটা অবাক হলো। আরো বেশি অবাক হলো যখন হিমু চা খেতে চাইলো। অবাক হলেও তিনি হিমুকে চা এনে দিতে বললেন। এই হলো অবস্থা। ব্যক্তিগত মতামতঃ হুমায়ুন আহমেদ বাংলাসাহিত্যের অন্যতম কথা সাহিত্যিক। হিমু তারই এলোমেলো টাইপ এক চরিত্র। সে যেমন এলোমেলো, তার কাজ গুলোও এলোমেলো। তার এই এলোমেলো কাজ মানুষেকে হতবাক এবং বিব্রত করে দেয়। সত্যি বলতে , এই বিব্রত অবস্থায় মানুষকে দেখতে হিমুর বেশ ভালো লাগে। এই গল্পে হিমুর খালু যিনি বাদলের বাবা ব্যক্তিটিকে বিশেষ ভালো লাগে। তিনি বিরক্ত হয়ে হিমুর সাথে হম্বিতম্বি করেন ঠিকি, কিন্তু কাজ হয় না তেমন। ওনার কর্মকান্ডে সব সময় বিনোদিত হই।খালুর সাথে খালাও আছেন। বিশেষ মজা পেয়েছি এই গল্প পড়ে। কবির সাহেবের অবস্থা পড়ে পড়েতো হাসি আর বন্ধ হয় না। আয়না মজিদ আর তার সাগরেদ এর কর্মকান্ডও বেশ মজার। সব মিলে আপনি হাসতে হাসতে বইটা শেষ করবেন। ঠিক কোন দিক থেকে গল্প শেষ হবে টেরই পাবেন না। মজার একটা বই। পড়ে দেখবা আমন্ত্রণ রইলো।
No comments:
Post a Comment