Himur Ditio Prohor by Humayun Ahmed (হিমুর দ্বিতীয় প্রহর হুমায়ূন আহমেদ) - Free Bangla Books Download Now

Thursday, March 17, 2011

Himur Ditio Prohor by Humayun Ahmed (হিমুর দ্বিতীয় প্রহর হুমায়ূন আহমেদ)


Himur Ditio Prohor by Humayun Ahmed In the year 1997, the book Himur Ditio Prohor has been published. This book published from Kakoli Prokashon, the renown publication of Bangldesh. In the book Himur Ditio Prohor, Humayun Ahmed met Himu and Misir Ali both each other. To read and download this book just click bellow.
হিমু বাংলাদেশী কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র। হিমু একজন বাউন্ডুলে ধরনের যুবক।বয়স ২৫-৩০ বছরের মধ্যে। “হিমু” কে নিয়ে লেখক অনেকগুলো বই লিখেছেন। তার মধ্যে “হিমুর দ্বিতীয় প্রহর” অন্যতম।বইটির কিছু উল্লেখযোগ্য অংশ তুলে দিচ্ছি- ”অনেকক্ষণ রাস্তায় হাঁটলাম। এক সময় মনে হল সোডিয়াম ল্যাম্পের আলো বাদ দিয়ে জোছনা দেখা যাক। কোন একটা গলিতে ঢুকে পড়ি। দুটা রিকশা পাশাপাশি যেতে পারে না এমন একটা গলি। খুব ভাল হয় যদি অন্ধগলি হয়। আগে থেকে জানা থাকলে হবে না। হাঁটতে হাঁটতে শেষ মাথায় চলে যাবার পর হঠাৎ দেখব পথ নেই। সেখানে সোডিয়াম ল্যাম্প থাকবে না – শুধুই জোছনা।/ ঢুকে পড়লাম একটা গলিতে। ঢাকা শহরের মাঝখানে এই গলি। গলির নাম বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি না কৌতূহলী কেউ সেই গলি খুঁজে বের করুক। কিছুদূর এগুতেই কয়েকটা ককুর চোখে পড়ল। এরা রাস্তার মাঝখানে কুণ্ডলী পাকিয়ে শুয়ে ছিল – আমাকে দেখে সবাই একসঙ্গে উঠে দাঁড়াল। সব মিলিয়ে চারটা কুকুর।/একজন মানুষ তার এক জীবনে অসংখ্যবার তীব্র ভয়ের মুখোমুখি হয়। তুমিও হইবে। ইহাই স্বাভাবিক। ভয়কে পাশ কাটাইয়া যাইবার প্রবণতাও স্বাভাবিক প্রবণতা। তুমি অবশ্যই তা করিবে না। ভায় পাশ কাটাইবার বিষয় নহে। ভয় অনুসন্ধানের বিষয়। ঠিকমতো এই অনুসন্ধান করিতে পারিলে জগতের অনেক অজানা রহস্য সম্পর্কে অবগত হইবে। তোমার জন্য ইহার প্রয়োজনীয়তা আছে। তবে তোমাকে বলিয়া রাখি, এই জগতের রহস্য পেয়াজের খোসার মতো। একটি খোসা ছাড়াইয়া দেখিবে আরেকটি খোসা। এমনভাবে চলিতে থাকিবে- সবশেষে দেখিবে কিছুই নাই। আমরা শূন্য হইতে আসিয়াছি, আবার শূন্যে ফিরিয়া যাইব। দুই শূন্যের মধ্যবর্তী স্থানে আমরা বাস করি। ভয় বাস করে দুই শূন্যে। এর বেশি এই মুহূর্তে তোমাকে বলিতে ইচ্ছা করি না....




No comments:

Post a Comment