Aaj Himur Biye By Humayun Ahmed (আজ হিমুর বিয়ে হুমায়ূন আহমেদ) - Free Bangla Books Download Now

Tuesday, July 10, 2018

Aaj Himur Biye By Humayun Ahmed (আজ হিমুর বিয়ে হুমায়ূন আহমেদ)

হিমুর কয়েকটি বই পড়ার পর বুঝেছিলাম যে সে আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন কোন মানুষ যে মায়ায় জড়ায়না কিন্তু পৃথিবীর মায়া তাকে জড়িয়ে থাকে।খালি পায়ে হাঁটা অকারণে বকবক করা,কোন এক গাছের নিচে বা জেলখানায় বসে শান্তিতে ঘুমা,ভাবুক স্বপ্ন দেখা এবং আশেপাশের মানুষগুলো সুখে রাখাই বৈশিষ্ট্য। "আজ হিমুর বিয়ে" বইটি হাতে পাওয়ার পর ভেবেছিলাম হিমু বিয়ে করবে! তখন কি তার হাঁটার সমাপ্তি ঘটবে। মেয়েটা কে,সেটা নতুন কোন চরিত্র কিনা যাকে হুমায়ূন আহমেদ হিমুর মতোই বিশ্লেষণ করেছেন। অনেকটা রহস্য নিয়ে বই পড়া শুরু করেছিলাম।এতো বেশি মজা পেয়েছিলাম যে ক্লাসের মধ্যে মনযোগ এই বইটিতে ছিল।শুরু থেকে শেষ পর্যন্ত হেসেই গেছি।হিমুর বিয়ের পরিনতি কি হয়েছিল জানতে চান? আজ হিমুর বিয়ে পড়ুন।কোন একটা কারণে আমার মনটাও ভীষন খারাপ হয়েছিল।"আজ হিমুর বিয়ে " পড়ে কয়েকটি উক্তি অনেক ভাল লেগেছে তার একটি শেয়ার করছি"তুমি নিজেকে যা মনে করো তুমি তাই।তুমি যদি নিজেকে মহাপুরুষ ভাব তুমি মহাপুরুষ।আর তুমি যদি নিজেকে পিশাচ ভাব তুমি পিশাচ"এরকম আরো অনেক হৃদয়স্পর্শক উক্তি পাবেন :) হুমায়ূন স্যার হিমু চরিত্রায়নের মধ্য দিয়ে পাঠকদের যেমন বিনোদন দিয়েছেন তেমনি অসংখ্য সত্য কথা, কঠিন ভাষ্যও পৌঁছে দিয়েছেন সহজ ভাষায়....

মনে করুন আপনি সকালবেলার মানে কাকডাকা ভোরে একটা টেলিফোন পেলেন। আপনার অত্যন্ত আপনজন আপনার জন্যে পাত্রী নির্বাচন করে রেখেছেন - সেইদিনই রাত্রি ন'টায়। আস্তে আস্তে এও জানতে পারলেন পাত্রীর প্রবল অমত। কারণ, সে অন্য একজনকে ভালোবাসে এবং সে ড্রাগ-আডিক্ট। আপনি কী করবেন? হিমুরও একই অবস্থা। রেনুর সাথে তার বিয়ে ঠিক। রেনূ যাকে বিয়ে করতে বদ্ধপরিকর তার নাম তূর্য, আপাতত সে জেলখানায়, রানুর সাথে প্রেম করার অপরাধে। মাজেদা খালার জন্যে হিমু, রেণু ও তূর্য - তিনজনেই অগাধ সমুদ্রে। খালাও আছেন স্বমহিমায়, হিমুর বিয়ে আটকাতে তৎপর। আর আছেন ওসি, মকবুল, পচা বাবা - যারা হিমুর খামখেয়ালীর কাছে বিপর্যস্ত। আছে রেনুর মা, বাবা, ক্ষুর আসলাম - সব মিলিয়ে একদিনের কাহিনী - হিমুর ভাষায় এক মহান গিট্টু....


No comments:

Post a Comment