মনে করুন আপনি সকালবেলার মানে কাকডাকা ভোরে একটা টেলিফোন পেলেন। আপনার অত্যন্ত আপনজন আপনার জন্যে পাত্রী নির্বাচন করে রেখেছেন - সেইদিনই রাত্রি ন'টায়। আস্তে আস্তে এও জানতে পারলেন পাত্রীর প্রবল অমত। কারণ, সে অন্য একজনকে ভালোবাসে এবং সে ড্রাগ-আডিক্ট। আপনি কী করবেন? হিমুরও একই অবস্থা। রেনুর সাথে তার বিয়ে ঠিক। রেনূ যাকে বিয়ে করতে বদ্ধপরিকর তার নাম তূর্য, আপাতত সে জেলখানায়, রানুর সাথে প্রেম করার অপরাধে। মাজেদা খালার জন্যে হিমু, রেণু ও তূর্য - তিনজনেই অগাধ সমুদ্রে। খালাও আছেন স্বমহিমায়, হিমুর বিয়ে আটকাতে তৎপর। আর আছেন ওসি, মকবুল, পচা বাবা - যারা হিমুর খামখেয়ালীর কাছে বিপর্যস্ত। আছে রেনুর মা, বাবা, ক্ষুর আসলাম - সব মিলিয়ে একদিনের কাহিনী - হিমুর ভাষায় এক মহান গিট্টু....
মনে করুন আপনি সকালবেলার মানে কাকডাকা ভোরে একটা টেলিফোন পেলেন। আপনার অত্যন্ত আপনজন আপনার জন্যে পাত্রী নির্বাচন করে রেখেছেন - সেইদিনই রাত্রি ন'টায়। আস্তে আস্তে এও জানতে পারলেন পাত্রীর প্রবল অমত। কারণ, সে অন্য একজনকে ভালোবাসে এবং সে ড্রাগ-আডিক্ট। আপনি কী করবেন? হিমুরও একই অবস্থা। রেনুর সাথে তার বিয়ে ঠিক। রেনূ যাকে বিয়ে করতে বদ্ধপরিকর তার নাম তূর্য, আপাতত সে জেলখানায়, রানুর সাথে প্রেম করার অপরাধে। মাজেদা খালার জন্যে হিমু, রেণু ও তূর্য - তিনজনেই অগাধ সমুদ্রে। খালাও আছেন স্বমহিমায়, হিমুর বিয়ে আটকাতে তৎপর। আর আছেন ওসি, মকবুল, পচা বাবা - যারা হিমুর খামখেয়ালীর কাছে বিপর্যস্ত। আছে রেনুর মা, বাবা, ক্ষুর আসলাম - সব মিলিয়ে একদিনের কাহিনী - হিমুর ভাষায় এক মহান গিট্টু....
No comments:
Post a Comment